গর্বিত পদভারে যখন চলে গেলে
মেঘের কোলে বিদ্যুত খেলে গেল !
কিছু বোঝার আগেই উধাও দৃশ্যপট
বিদ্যুতপৃষ্ট স্থানুর মত একরাশ আঁধার ।
     নীলপাখিটা চিত্কার করে উড়ে গেল
     আকাশের নীলে নিমেষে বিন্দু হল!
     বিনিসুতোর বন্ধনে সুখের ছুটি শেষ
     চেনা গন্ধটা বারবার স্মৃতির আবর্তে ।


ফিরবে জেনে একগুচ্ছ গোলাপ চারা
লেবুফুলের সুবাস যতনে রেখেছি অধরে !
রাতজাগা পাখির পালক আঙুলের ভাঁজে
বেহাগে বাগেশ্রীতে রেওয়াজ নতুন সুরে ।
   লক্ষ যোজন পথ পরিক্রমায় পরিযায়ীরা
   বাস্পীভূত জলধারা আবর্ত শেষে নদী !
   আমিও অনন্য সুতীব্র মিলনের শপথে
   তটিনী ছুঁয়ে ছুঁয়ে মোহানায় অনন্ত-সঙ্গমে ।