আকাশ থেকে নেমে আসে রবির হেম কিরণ
মাঝে মাঝে বৃষ্টি নামে কখনো হিমের পতন।
মাটি ভেদ করে উঠে আসে সবুজ সদ্য কিশলয়
বিপদে আপদে নদী এসে খোঁজ খবর নিয়ে যায়
পোকা মাকড়েরা ছুটে আসে ফুলের নিমন্ত্রণে
পরিণত হবে ফসল সম্ভার পরাগের মিলনে
হেলে ফসল দোলে ফসল সোনালী তার হাসি
ফসলের ঘ্রানে দেশ মশগুল আনন্দ আভাসি।


বর্ণ নয় ধর্ম ও নয় কর্মই ছিল আদর্শ উন্নয়ন;
কোথা থেকে কারা করে ধর্মে বর্ণে বিভাজন।
হাতে ঝলসায় হাতিয়ার লাঠি ত্রিশুল তরোয়াল
আইনের পথে বিপথে সব হয়ে যায় গোলমাল।
ফসলের মতন একঘেয়ে সুরে গণতন্ত্র উচ্চারণ
কর্ম তখন অন্ধকারে নিঃশব্দে করে অশ্রুমোচন।