চেনা রাস্তাগুলো আজকাল
বড় অচেনা মনে হয়।
আমি পাল্টে যাচ্ছি
নাকি রাস্তাগুলো ক্রমশ পাল্টায়।


ঝুলিতে যত সম্পর্ক ছিল
বেশ কিছু বিস্মৃতির বিপাশায়।
প্রকৃতির মতন এই বৃষ্টি এই খরা
দহনে দাবানল, বন্যা প্রবল ধারায়।


পুকুরের গভীরে ডুব সাঁতারে
দেখে ফেলেছিলাম একটা টাটকা লাশ।
এখন আর গভীরে যেতে ইচ্ছা করেনা
তীরে বসেই করি সংলাপের চাষ।


যাদের সম্মুখে রেখে এগিয়ে ছিলাম
তারা এখন একে একে শ্রীঘরে সবাই
আমার হয়েছে বিনামেঘে বজ্রপাত
ঘর ছেড়ে পথে বসেছি, খুঁজি বাঁচার উপায়।