তোদের কষ্টে আমার কি
      গরম ভাতে গাওয়া ঘি।
কত' কি টিফিনে দেয় গিন্নী
      আজ খুলেই দেখি শুধু সিন্নি।
উনি দিচ্ছেন পাঁচশ হাজার
      তোদের কেন মুখ ব্যজার।


তোদের দুঃখে আমার কি
     শুধু কান্নায় চিড়ে ভিজবে কি?
মাছের তেলে মাছ ভাজি
      দল পাল্টে দিব্বি আছি।
সবুজ সবজি আরও সবুজ
      ভুলটা জেনেও দিচ্ছি বিষ।
মরছে মরুক অন্য মানুষ
      ফুলুক ফাঁপুক খাশনবিশ।


বছর বছর আসব যাব
      নানান রূপে নানান রঙ।
নাচব গাইব গান শোনাবো
      সাজতে হলে সাজব সঙ।
চোদ্দপুরুষ এমনি করে
      পায়ের উপর পা'টি রেখে।
বেঁচে বর্তে থাকবে ওরা
       দুধে ভাতে নিত্য সুখে।
তোরাও বাঁচবি ছেঁড়া কাঁথায়
      ভোরের স্বপ্ন দেখে।