মহাশুন্যে যে হারিয়ে গেল।
এপথ মাড়িয়ে আর সে যাবেনা।
একরাশ তারার ভিড়ে হারিয়ে গেছে।
ফুলের গন্ধ হয়ে বাতাসে মিশে থাকবে।
সকালে বাড়ির চালে কাকেরা ভিড় করবে।


তখন তোমায় মনে পড়বে।


আর কিছুদিনে পরেই
কাশের বনে ফুলের দোলা লাগবে।
একটু করে মাটির প্রলেপে মা সেজে উঠবে।
দিশাহারা মেঘেরা ছুটিতে বেহাওয়ায় বেড়াতে যাবে।
আগমনী গান গেয়ে সেই বৈষ্ণবী আতিপাতি করে খুঁজবে।


কি বলব বলতো ?
বলতে গেলে তোমায় বড্ড মনে পড়বে।