জীবনের পথে ক্লান্তি চলতে চলতে
এখন সূর্য ঢলেছে পশ্চিম দিগন্তে
আলো তার হয় ক্রমশঃ  ম্রিয়মাণ
আসন্ন প্রসবা রাত ক্ষীণ দিনমান ।


জীবনে সায়াহ্নে সুর বাজে বিলম্বিতে
একঘেয়ে পূরবীর বিস্তার সারেঙ্গীতে;
দৃষ্টিহীন চোখ নির্বাক নির্লিপ্ত মুখে
জগত-সংসারের ঐশ্বর্য ব্যতিরেকে ।


পূর্ণতায় পূর্ণ করেছ সকল আবেগের  
শরীরের সকল যন্ত্রণা যেন অলংকার!
কৃত্রিমে প্রবাহিত শরীরে গমনাগমন
এভাবে জীবনের স্বাদে কি প্রয়োজন ?


এবার জীবনের খুঁজে নাও স্বস্তি
এবার মৃত্যূর কাছে চাও শান্তি ।
নিস্তব্ধ নিথর শরীরে নামুক রাত্রি  
মৃত্যুর আশ্রয়ে যাও হে প্রিয় যাত্রী ।