সবার জীবনেই মৃত্যু অনিবার্য
তাই মোটেই তাঁকে ডরাই না সখী।
জীবনে জুড়ে সৃষ্টির কাজে রই
অমরত্বের বাসনা পুষে রাখি।


অনেক আশায় খাঁচার ভিতর
উড়তে উড়তে এসেছিল পাখী।
ঘুরে ফিরে হেসে খেলে গেয়ে
আষ্টেপৃষ্ঠে বেঁধেছিল মায়ার রাখী।


শৈশব থেকে কৈশোর যৌবনে
নানা রঙে রাঙিয়েছিল জীবন।
মৃত্যু মনে করায় গোধূলি বেলায়
চল ফিরে যায় শেষ করে দে উরান।


যতক্ষণ থাকি ডানা ঝাপটায় পাখী
জীবনের গান গেয়ে ফিরি নীড়ে।
হাসিতে খেলিতে নব আনন্দে
আলপথ ধরে একদিন যাব ফিরে।