জন্মের সাথে সাথেই অতিনিশ্চিত মৃত্যুর আছে একটা নিবিড় যোগাযোগ
সেইক্ষনে নির্ণীত ভাগ্যাকাশে লিপিবদ্ধকরণ সে অমোঘ মৃত্যুর ছায়া।
একটু একটু করে আপনপর চিনেশুনে পেতে নিই মায়াসংসার।
তারই ছায়ায় মায়ায় চরিত্রানুসারে হয় সংলাপ প্রক্ষেপন;
কালাকালে থাকি হাসিকান্নায়, কেও গেয়ে ফেরি করি।
একসময় সূর্য ঢলে পশ্চিমাকাশে সন্ধ্যা ঘনায়।
ডাক আসে দূরসুদূর হতে সময় হয়ে গেছে
জীবনের কর্মযজ্ঞ থাকে অবহেলায়
এবার হবে যবনিকাপাত
অন্তিম সংলাপ
নাটকের।