বিক্ষিপ্ত মন কি যেন খুঁজে বেড়ায় এখন।
   নিজের অস্তিত্ব বিপন্ন যখন !
কি জানি হয়তোবা করে সত্যানুসন্ধান
মহাশুন্যে মনের অনায়াস বিচরন ।
চন্দ্র সূর্য গ্রহ তারা
এই পৃথিবীর নদ নদী
জীবজগতের আদি অনন্ত
একদিন হয়ে যাবে সব সারা ।
এই মিথ্যে অহংকার
এই মানবিকতার ধারাবাহিক অবমাননা ।
মিথ্যে সত্যির পেশী প্রতিযোগিতা
কি জিতবে কার হবে হার?
আর ওই যে কপট হাসি
নির্দ্বিধায় চলে জ্ঞান অজ্ঞানের
বানীর সম্প্রচার নিরলস একক প্রচেষ্টায়।
আর কতদিন লাগবে,হয়ে যেতে বাসী।


কবে উত্তাল হবে এই ধরণী
কবে গলিত লাভা শোধন করবে সত্যতা
কবে অম্লবৃষ্টির ধারা ধুয়ে দেবে বিষণ্ণতা
আনবে আনন্দ সূর্যকরোজ্জ্বল মুহূর্তের সেই দিন।