গোধূলি মাখা কবিতার শরীরের ধুলো সরাই
রজনী মালা স্বর্ণ চাঁপা গুঁজে দিলাম খোঁপায় ।
বললাম এবার তুমি যাও যমুনায়
সে মৃদু হেসে দাঁড়িয়ে থাকে ঠায়।
থাকবে নিশিথে আঙুল ঘসে বলে ইশারায়।


বুকের ভীতর নদী ছিল শুনেই জোয়ার এলো
দিকবিদিক শুখা জমি চকিতে এলো মেলো।
আমি যে চালচুলা হীন পথভোলা
হৃদয় আছে দখিন দুয়ার খোলা।
মনের উঠান অনেকখানি সন্ধ্যা প্রদীপ জ্বেলো।