মূষলধারে বৃষ্টি এখন
    তোমায় পড়ল মনে ।
ডানা ঝাপটায় কাকেরা
    বুঝিবা প্রহর গোনে ।
নদীর ওপার ঝাপসা
     ঝুপঝাপ জলে শব্দ ।
বুকের ভিতর গুঞ্জন
    প্রিয় হারিয়ে জব্দ ।
কচুপাতায় জল ফোটা
   টলমল করে ওঠে ।
ভরা ভাদরে পদ্মকুঁড়ি
   টুপটাপ করে ফোটে ।
ছাতা মাথা স্কুলবাচ্চার
   মুখটা যায়না দেখা ;
বাড়িয়ে দিল ছোট্টহাত
   বৃষ্টি ধরতে শেখা ।
প্রথম আলাপ সেদিন
  একটা ছাতায় দুজন ।
রাস্তাটা ছিল নির্জন
  খোপায় গোঁজা রঙ্গন ।
ইচ্ছার ডানা মেলে
  হারিয়ে গেলাম দূরে ;
মনে বৃষ্টি মূষলধারে
   ভাঙ্গন দুকুল জুড়ে ।