নক্ষত্রমন্ডলের দীর্ঘদিনের তারাটি খসে গেল
ধীরে ধীরে ঠিক যেমন রাতের শিশির ঝরে ।
      কি যেন বলে এ নক্ষত্র পতন ।
তখন বিশাল একটা শুন্যতা সৃষ্টি হয়?
বিশাল শুন্যতা কি করে পায় পূর্ণতা!
ফুলেরা ঝরে ঝরে পড়ে মাটির বুকে
সেকি তোমার হৃদয় ছুঁয়ে দেখার সুখে ?
যে তারার আলো এখনো পৃথিবীতে আসেনি
সেকি জানে একদিন সেও খসে পড়বে ।
       এই বিশাল বিশ্ব-দরবারে!
একদিন এই নক্ষত্র আলোয় যারা পথ দেখেছে,
তারা ও কি ভুলে যাবে সেই নক্ষত্রের কথা?
বুকের হাঁপরে একটুও কি দোলাচল হবেনা ?
দুচোখের কিনারা অশ্রুসজল হয়ে উঠবেনা ?
ক্লান্তিহীন মানুষটা কেমন নিরবে চলে গেল।
ওহে নক্ষত্র মানব এবার তুমি ঘুমাও,
     এখন আমরা সবাই মিলে রাত জাগি ।



এক সংস্কৃতিমনস্ক নোতুন দিনের স্বপ্ন দেখা মানুষের মৃত্যুতে আমার এই কবিতা ।