সবাই যখন ধরে নিয়েছিল ওর মুখে কথা ফুটবে না।
একজন শুধু আশা রেখে বুকে প্রতিজ্ঞা করেছিল;
ফোটাবেই ফোটাবে আমার মুখে ভাষা
চোখে জল ঝরেছিল দুজনের
শেষে জয়ী হয়েছিল যিনি
সে আমার গর্ভধারিণী।


প্রতি বর্ণে যখন সঠিক মাপে সুরে সুর বসছিল না।
একজন শুধু কাছে এসে পাশে বসে বলেছিল।
ওটা অমন করে নয়, এমন করে ভেবে দ্যাখ
সুরে বর্ণে ছন্দে তা হয়ে গেল অতুলনীয়।
চোখে চোখ রেখে বলছিল 'তুই পারবি'
সে আমার সুর শিক্ষাদায়িণী।


হুরমুরিয়ে সবাই যখন ঝুপঝাপ করে প্রেমে পড়ছিল।
পথভোলা উদাসী পথিক তখন ফুলের বনে একা।
মধুকরের আনাগোনায় বিস্ময় প্রকাশ করছিল।
চকিতে কে যেন এসে কি যেন বলে গেল
চলে এসো পথিক আলপথ মাড়িয়ে
সে আমার প্রথম মায়াবিনী


আজো সে আসে ঘুম জাগরনে তন্দা বিনিদ্রার অবসরে;
তাপে উত্তাপে হরষে বিষাদে জাগায় ঘুম পাড়ায় ।
গন্ধ বিলিয়ে যায় জীবনের আগামী নতুনের
সে আমার সাথে থাকে অণু পরমানুতে।
যেতে যেতে পথে দেয় তৃষ্ণার বারি
তাকে চিনি সেতো নয় বিদেশিনী।