একদিন তোমাদের কথা শুনেছি
আজ তোমরা ইতিহাস হয়ে গেছো।
আজ তোমার কথা স্মরণ করতে চলেছি।
সকলের নিরঞ্জন আমার নিরাকাকা।
আমার খুব কাছের ভালবাসার।


তুমি নাকি প্রেমের কবিতা লিখতে,
প্রেমিকার উদ্দেশ্যে তোমার রচিত বাগানে।
সেই ছোঁয়া লেগে গেছে আমার লোহিত কনিকায়।
আজ এমন দিনে চলে গেছো ঈশ্বরের বাগানে।
এখনো তুমি কি সেখানে কবিতা লেখো?
সেই চিরন্তনী প্রেমিকাকে নিয়ে।

আমার শহর ছুঁয়ে ছিল যাওয়া আসা।
জায়গা ছিল কম কিন্তু তোমার মন ছিল উদার।
সেই সঙ্কুলান জায়গাটা হয়ে যেত বিশাল মাঠ ময়দান।
শুনতাম জীবন যুদ্ধের নানান টুকিটাকি গল্প গাঁথা।
তারপর হুঁশ করে উড়ে যেতে যেন পাখী।
এই দেশ থেকে অন্য এক পরবাসে।


একবার তোমার হাত ধরে চলে গেলাম।
সেটা নতুন দেশ নতুন ভাষা,নতুন করে শেখা।
ওখানেই তুমি হয়ে গেলে আমার এক নতুন শিক্ষক
সাইকেলের সাথে পরিচয় হোল হাতেখড়ি।
বিচিত্র অভিজ্ঞতায় বন্ধও করেছিলাম।


তোমায় খুব কম পেয়েছি বটে
তবে পেয়েছি ও অনেক অনেক কিছু।
এই জীবনের কঠিন চড়াই উৎরায় পথটা
কিভাবে সাবলীল ভাবে পেরিয়ে যেতে হয়।
তবু তোমার কাছে শেখা হয়নি আমার
প্রেমের কবিতা কিভাবে লিখতে হয়।
যদি পারো স্বপ্নে এসো বলে যেও।