অনেক অনেক দিন তাঁর দেখা নেই
কোথায়? কেমন আছো? কোন সুদূরে?
মন চলে গেছে আনমনে সিন্ধু উপত্যকায়।
দেখি দীর্ঘ অনন্ত প্রতিক্ষায়
কোমরে হাত উত্তর আকাশে খুঁজছ বুঝি সপ্তর্ষিমণ্ডল
অশালীন নর্মদার অত্যাচারে খচিত চিত্রিত;
তোমার সারা শরীর জুড়ে খাজুরাহের যত চিত্র বিচিত্র।
কেউ কেউ দেখেও না দেখার ভান করে প্রকাশ্যে
ছবি শুধু এঁকে নেয় মন ক্যামেরায় অত্যন্ত গোপনে।


হতভাগা একজন চন্দ্রভাগায় তোমায় খুঁজে বেড়ায়
সমুদ্রবেলায় সোনালী বালুকায় তোমার মূর্তি গড়ে।
ভয়ঙ্কর উত্তেজনায় রত্নাকর ছুটে আসে হা হা রবে
আদিম হিংস্রতায় ভোগ করে ভাস্কর্যের পেলবতা
তারপর মুখ মুছে ফেলে রেখে যায় একরাশ নিরবতা।
একজন তবু খুঁজে ফিরতে থাকে, সেই নিরুদ্দেশ নায়িকাকে
মাঝে মাঝে ক্লান্তস্বরে ডেকে ফেরে তুমি কোথায়?
সাগর তখন দুরন্ত সরব সেই স্বর গোগ্রাসে গিলে নেয় ।



*বাংলা কবিতা স্মারক