ম্যাডাম আপনি জানতেন!
আপনার নৌকায় ফুটো আছে।
আজ না হোক কাল জল ঢুকবেই;
তখন বেনোজল চোখের জল লোনাজল,
বুকফাটা করুন আর্তনাদ ছড়িয়ে পড়বে।
শহুর বন্দর গ্রাম থেকে গ্রামান্তরে।
আপনার লক্ষী নারায়ণরা হবে শ্রীবিহীন ।
আপনার চিল চিৎকারে কিস্যু হবেনা।
অচিরেই ডুববে আপনার সাধের নৌকা।


আপনি এত কিছু জানেন!
এই সামান্য জিনিস জানতেন না।
এই পৃথিবী জানে আপনি কত জানেন।
পার্থ সারথি কেন এমন বাঁছলেন?
ফুল ফুটলে মধু খেতে ভিড় হয়।
মধুর লোভে মৌমাছিরা আসে।
উর্বশীরা নৃত্য পরিবেশন করে।
তবেইতো দেশ ও দশ এগিয়ে চলে।


ওরাতো কোনো ক্ষতি করেনি।
ওদের অধিকার থেকে বঞ্চিত করলেন কেন?
তাইতো চাঁদের পাহাড় হলো টাকার পাহাড়।
এই সহজ সরল সত্য আপনি সত্যিই জানতেন না!


চক্ষু উন্মীলীত করে দেখুন নৌকাটা ডুবছে
নোনাজলে নৌকা ডুবছে.. ডুবছে..ডুবছে