(১)


এ নয় কবিতা
হিমের পরশ একটু একটু করে জমিয়ে রাখা
বুঝিবা কোন আশ্চর্য পদ্মকুঁড়ি
তৃষিতের তরে ধরে রাখে অমৃতবারি।
খনির ভিতর তিল তিল করে তিলোত্তমা
জমানো কষ্টের যেন এক হীরক খণ্ড
যে দ্যুতি ছড়িয়ে রাখে বাতিস্তম্ভের মতন
পথ হারানো সব পথিকের জন্য।


(২)


একবার ভেবেছিলাম উপন্যাসে
সত্যজিতের মতন অদ্বিতীয় নায়ক হয়ে যাব।
যে কিনা নিজেই এক শিল্পনগরী।
যার হাসি কান্নায় দুঃখ মালায় টাকার পাহাড়।
নিমেষে অকালে বসন্ত এনে মধু করে আহরণ।
কিন্তু কেউ জানেনা কত যন্ত্রণা চোরাবালিতে
মৃত কঙ্কালের হাসিতে শরীরে ভীষণ জ্বর
প্রেক্ষাপটে গান ভাসে ''বলো হরি হরি বলো''