এই জগতে দিতেও হবে
দুহাত ভরে নিতেও হবে।
জন্ম নিলে মরতে যে হবে
বাঁচতে মরতে শিক্ষা নিতে হবে।


শিশুকাল গেলে কৈশোর আসে
কৈশোর গিয়ে যৌবন হাসে ।
হাসতে খেলতে বার্ধক্য আসে
মৃত্যু তখন ঘোরে আসে পাশে।


ন্যায় অন্যায়ে জীবন চলে যায়।
নদীর স্রোতে সবটা ভেসে যায়।
পেয়েছ যা সারা জীবনটায়
সব রয়ে যাবে এই পৃথিবীটায়।


কিসের আমি কিসের তুমি
জীবন শেষে সবটায় যে মাটি।
পৃথিবীর রঙ্গমঞ্চে বিশেষ চরিত্রে
অহংকারে ছেড়ে মানুষ হও খাঁটি।