এখনো ঘুমের ভিতর
স্বপ্নের ঈশ্বর ঘরে
গরম ভাতের বাষ্পে
ঝরা বকুলের গন্ধে
            মাকে ডাকি - বলি মা এলে।


নরম বালিশে চুলের গন্ধ
ঘুম না আসার প্রতিমুহূর্তে
বুকের অন্ধকারে কান্নার ফোঁটায়
খিদের ভিতর আগুন দহনে
            মাকে ডাকি - মা খিদে পেয়েছে।


সাদা পাতার কালো অক্ষরে
সহজ পাঠ বর্ণ পরিচয়ের মলাটে
অ আ ক খ স্বরবর্ণ বাঞ্জনবর্ণে
অলি গলির নামের ঠিকানায়
            মাকে খুঁজি - তুমি কোথায় গেলে?


ফাগুন বাতাসে মিশে হাহাকার
আগুনের লেলিহান অহংকার হাসি
মাটির প্রতিকনায় মেশা চুপকথারা
গলা মিলিয়ে বলে সে আছে এখানেই
           অক্ষর বর্ণমালায় তাকে বরন করো।