কাল একসাথে জনাকুড়ি বনভোজনে সবাই মিলে
আটসকালে গেছিলাম চলে শহরের যন্ত্রণা ছেড়ে ।
কাছেই গাম ভগবানপুর নাম, পেড়িয়ে অহল্যা নগর
খেজুরের সারি অমৃত রসের গন্ধে মধুময় মধুপুরে।


শীতের আদর চাদরে ডাক দেয় অহল্যানগর
দুহাত বাড়িয়ে রেখেছে তাঁর যেন কতদিনের চেনা।
তাঁর আত্মিক আহ্বান, কে ঠেলে দিতে পারে?  
প্রতি ঘাসে ঘাসে ছড়িয়ে রেখেছে সে শিশির কণা।


পাত্রে পাত্রে ভরে রেখেছে লক্ষ্মীমণি মৃদুভাষিণী
সবার আগে আমায় রেখেছি অন্যেরা অনুগামিনী।
''খাও খাও যত খুশি খাও সব তোমাদের জন্য''
খেজুরের রস আজ যেন হয়ে গেছে অমৃতবাহিনী।


আহা, আত্মাপূরণ হল আজ যেন একযুগ পরে
সাধ আর সাধ্যের হয়ে গেল যুগল মিলন।
অনিমেষ বলে আমার যে ভাই পঞ্চাশের পরে
ভুলেই গেছিলাম অমৃতের স্বাদ পেলাম এখন।