মৌমাছি
যন্ত্রণার নাম।
ফুল থেকে ফুল
শুধু মধুর জন্য ছোটাছুটি ।
মৌচাকে জমে থাকে যুগ বঞ্চনা।
এর এককণাও নয় সেই মৌমাছির।
মৌচাক ঘিরে গুনগুন সারাদিন কাজ আর কাজ।
আজীবন অন্যের জন্য বাঁচা হাহুতাশ চাঁদ ফুল জোছনা।
রানীর মন বুঝে চলা, প্রয়োজনে ক্রীতদাস আজ কাল পরশু।
এ জীবন কি অন্ধ জীবন! বাক সুখ নেই, প্রতিপদে পদদলিত।