নিঃশ্বাসে বড় কষ্ট
সারাজীবন জুড়ে ধার করেছি কত ব্যথা
একে একে আদ্যপ্রান্ত জড়িয়ে ধরছে
ঠিক যেন বিশাল একটা অজগর।
ওরা ছাড়বেনা বলেই দিয়েছে
থেকে যাবে বন্ধুর মত আমৃত্যু।


যে কূল ছেড়ে এসেছি
সেখানে আর ফিরে যাওয়া যাবেনা।
সামনের পথও বেশ দুর্গম
তবু শামুকের গতিতে এগিয়ে চলি।
হাল ছেড়ে দিইনি।
আমিও লড়ে যেতে শেষ দিনের জন্য।
বিনা যুদ্ধে দেবনা এক বিন্দু মাটি।
অন্তিম হাসি আমিই হাসব প্রাণ খুলে।