যে তোমায় ছেড়েছে ছাড়ুক
        আমি তোমায় ছাড়ছিনা।
সত্যি বলছি তোমার সাথে
       তত্ত্ব কথায় পারবো না।
আকাশ থেকে নীল এনেছি
       আর সাগর থেকে বালি।
রাতের থেকে চাঁদ এনেছি,
      ঠিক একাদশীর একফালি।
জোনাক জাগা রাত্রি ছিল
আকাশ ভরা তারা ছিল ।
মৃদু মন্দ বাতাস ছিল,
আর অফুরান সময় ছিল।


ভেবেছিলাম আসবে তুমি
    জোনাকি আলোর মতন।
তাইতো আমার পলক পরেনি
    একটি বারের মতন।
এত কিছুর আয়োজন বৃথা গেল
      শুধু তুমিই এলেনা।
চাঁদের গায়ে চন্দ্র শোভা এলো
     শুধূ..... তুমিই এলেনা।
তাই ফুলের গন্ধ হারিয়ে গেল।
চাঁদের আলো ফুরিয়ে গেল।
চাতক ডাকা স্তব্ধ হোল
রাত্রি হঠাৎ মিলিয়ে গেল।


আমি বসে থাকলাম দীর্ঘ অপেক্ষায়
        সাগর দেখার মিথ্যা অছিলায়।