অপূর্ব সেই প্রেমের ব্যখ্যা বিশ্লেষণ
তুমিও যে কর অমৃতপ্রেম অন্বেষণ;
তবে কেন দ্বিধা এ হৃদয়ে অনুক্ষন
রাগে অনুরাগে তিষ্ঠ হে কিছুক্ষন।
হয়তো ছিল কয়েকদিনের অদর্শন
মেঘলা মনে ভিড় মান অভিমান।
এখনো এখানে হয়নি ভারী বর্ষণ
মেঘ ঝড়ের দাপটে আসবেই সেদিন।


দূর যখন কাছে হোক চোখে চোখে দর্শন
দিশাহারা মন চাওয়া পাওয়ার এই ক্ষন।
ছিলে কোথায়? নিত্য ছিল হৃদয়ে দহন,
এখন হোক বর্ষণ জুড়িয়ে যাক তৃষিত মন।