কিছু হয়নি কিচ্ছু হলনা ,
এ জীবন হয়ে গেল বাসী ফুল মালা।
সময় নিয়ে চলে গেছে নদী
ফিকে রঙ রেখে গেছে বালুচরে।
গোধূলির রঙে জীবন সাজিয়েছে অরন্য
সন্ধ্যের কিচিরমিচির কলকাকলী আর শুনিনা।
পিচগলা পথের হৃদয় পুড়ে যাচ্ছে একনাগাড়ে
সেও চায়ছে পোড়া হৃদয়ে ঝরুক একপশলা বৃষ্টি।


শুধু নীল সাগর নীল আকাশ নীল যন্ত্রণা
আর তোমায় অবহেলায় হারিয়ে ফেলা,
করুণ নীল অপরাজিতা চোখদুটো
শুধু সুদূর প্রান্ত থেকে ডেকে ডেকে যায়।
বলে -চলে এসো চলে এসো... চলে এসো...
তোমার জন্য নীল আঁচল পেতে রেখেছি
তোমার যত ক্লান্তি সবটুকু মুছিয়ে দিয়ে,
ফিরিয়ে দেব এক চিরঘুম অরন্যের শান্তি।