টান টান চাবুকের মতন শব্দ কে বুনছে সপাং সপাং
উটপটাং তারা এসে পড়েছে হটাত ঝপাং ঝপাং ।


ঐযে কারা রোদ্রে পোড়ে বৃষ্টি ভিজে রাজপথে অবস্থানং
অধিকার পেতে অন্য দেশে যাক, হেথায় হবেনা স্থানং ।


সকল অপরাধের সাজা এখন গলায় মালা গুণগানং
বাছা আমার ভুল করেছে বিচারপতি একটু দিও ক্ষমাং।


উৎসবে দেয় উদার হস্তে মড়ক আর বানভাসিতে নম নমং
একশ আট দানসত্র গরীবের উদরপূর্তি নাচবে ধিতাং ধিতাং।


ঘোলা জলে ঐযে কারা মাছ ধরছে টপাং টপাং
তুমি আমি গলাজলে ভোট কিন্তু হবেই বছর বছরং ।


শিক্ষা এখন আঁধার কারাগারে জাবর কাটছে জবর জং
কেইবা কার কি করবে এটাই নবনীতি এবং গণতন্ত্রং রনং।