চোখের সামনে নানান পান্নাসবুজ সমাহার
সবুজে সাদা মিশেলে তার একা শোভা
কোথাও হলুদ রেখা এখনো রয়েছে।


আকাশটা ঝুঁকে গেছে এক্কেবারে জমির বুকে
কানাকানি যেন গল্প এখনো রয়েছে বাকি
বেলাশেষের সূর্যের কনেদেখা আলো।


গড়িয়ে গিয়েছে বেলা, খোঁটায় বাঁধা ছাগলগুলো
ইতিউতি চায় মাঝে মাঝে ওরা গিটকিরি গায়
গাঁয়ের বঁধু দেখেই বলে আমায় নিয়ে যা।


সন্ধেবেলার বুঝি কোন অত্যাশ্চর্য গন্ধ হয়?
তক্ষুনি ধুলোপায়ে ঘরে ফিরতে ইচ্ছা হয়
অজান্তে পথে শরীরে আঁধার জমছে।


গাছের পাখীরা কেনরে কিচিরমিচির করিস?
বাসা তোদের কেউ কি করেছে দখল?


রাগ অভিমানে হারিয়ে ফেলেছি কোথায় জানিনা!
জোনাকিরা বলে চলো এবার তোমায় পথ চেনাবো।