একের পর এক সাগরের ঢেউ আসে আর ফিরে যায়।
তীরের অবিন্যস্ত কঠিন বোল্ডারগুলো নীরবে পড়ে থাকে।
ওরা বোধহয় সাগরের ব্যাথা বেদনা কিছুই বোঝেনা।
এমনকি বুঝবার বিন্দুমাত্র চেষ্টা ও করেনা।
একাদশীর চাঁদ অবুঝের মতন সাগরের ব্যাথা সব ধুয়ে নিতে চায়।
সাগরের মান অভিমান সবটা প্রকাশ তার নিত্য নতুন রঙে।
এক একসময় ধীর স্থির নীল আকাশের শঙ্খচিল তার বুকে ছায়া রাখে।
এক একসময় বজ্র ঘোষণায় ঝাঁপিয়ে পড়ে বেলাভূমিতে।
তখন বোল্ডার থেকে বেড়িয়ে আসে আরশোলা অজানা আতঙ্কে।
নোনতা বাতাস শুধু ঝাপটায় আর জলকুচি ছড়িয়ে যায় অনর্গল।