আলো ফুটছে কারা জাগছে
রাত্রির ঘুম তাড়িয়ে কারা আসছে।
পাখীর উড়াল ডানা ঝাপটায়
কল কল্লোল ঝরে ঝর্নায়।
ওদের চোখে যে স্বপ্ন আশা
তাই ঘন কুয়াশা পথ করে দেয়।
আলোর নেশা সবুজ পাতায়
জীবনের কথা সব বলে দেয়।


ঠিকঠাক সব চলছেনা, ওরা জেনেছে
সাদা কালোর তফাৎটা খুঁজে পেয়েছে।
ক্রমশ মাথা অবনত ওরা করবেনা,
মুক্ত আকাশের সোপান খুঁজে পেয়েছে।
ঝড় যে ওদের সাথের সাথী
ওরা পারাবে, ওরা ভয়কে করেছে জয়।
মুষ্টিতে ভরা নতুন দিনের নতুন সূর্য
ওদেরতো নেই ক্ষয়,ওরায় পারবে আনবে জয়।