ফিরলি তবু তুই ফিরলিনা
ডাকে সাড়া দিলি, কাছে এলিনা ।
ডানা দুটো টান টান করে মেলে দিলি,
গুটিয়ে ডানা; কিভেবে আমায় ফিরে দেখলি ।
দুটো চোখের মাঝে চিহ্ন কেটে রক্ত ঝরেছিল;
অনেকখানি যত্ন আর ওষুধে কাজ হয়েছিল।
তারপর একদিন কাঁদিয়ে চোখের আড়াল,
সেদিন ভাবনায় ছিল অনেক সওয়াল।


কেটেগেছে অনেক দিন আর রাত
অনেক বৃষ্টি শেষে সূর্য উঠলো হটাত।
চেনা কচি গলার স্বরে ঘুমটা ভেঙে গেল;
চোখের কোনে জলের রেখা আরো গভীর হল ।
বুকের ভিতর শুরু মরুদ্যানে নিঃশব্দ বৃষ্টিপাত,
কাছে আয় কাছে আয় বলে বাড়ালেম হাত।
ঘুরিস ফিরিস চেনা ছাদে চেনা গাছে ,
থাকিস ভালো নাইবা এলি কাছে ।