পাখীরা আমার খুব প্রিয়।  
পাখীর থেকে শিখে নিতে বড় ইচ্ছে;
নীল আকাশে ভেসে ভেসে থাকা ওড়ার মন্ত্র।
তারপর নীলদিগন্তে ডানা মেলে দেব।
একপ্রান্ত থেকে আর একপ্রান্তে পৌঁছে যাব।
নিচে পড়ে থাকবে আমার সবুজ পৃথিবী।
ঘাস লতা পাতা ফুল নদী পাহাড় মাটির
আমার অতি একান্ত প্রানবন্ত ঠিকানা।


পৃথিবীর কিছু কিছু মানুষকে
পালক উড়িয়ে বার্তা দিতে ইচ্ছা করে।
একমাত্র ভালবাসায় এনে দেয় মুক্তি।
তবে একা নই অনেকে মিলে একসাথে ।
মাটির মানুষ মনে করবে ওরা আসছে
দলে দলে আসছে মানে পৃথিবী এখনো বাঁচবে।
আমাদের কলকাকলিতে দিগন্ত মেতে থাকবে।
ওরা কান পেতে শুনবে, হবে আনন্দে উদ্ভাসিত;
পথিকেরা আমাদের নিরপত্তা দেবে ।
মানে পৃথিবীর মানুষের কাছে আমরা নিরাপদ।
তাহলেই জল জমি প্রাণ থাকবে নিরপত্তার বেষ্টনীতে।


পরিযায়ী পাখীর ডানায় কত শক্তি;
হাজার হাজার মাইল দৌড় শেষে ফিরে আসব ।
আসব ফিরে যাব সংসার বাড়বে
সাথে সাথে থাকবে উষ্ণ অভিনন্দনে উত্তরপুরুষেরা।
তারপর একদিন ছানাপোনা নিয়ে
উড়াল দেবো পৃথিবীর অন্য একপ্রান্তে।
বলে যাব আবার ফিরে আসব ।
বার্তা দিয়ে যাব তোমরা ভালো থেকো।