একদিন এমন দিন আসবে
এই পৃথিবীতে আমি নেই তুমি নেই
একটু করে পঞ্চভূতে হয়ে গেছি বিলীন
অনেক ডাকাডাকিতে তেমন করে সাড়া দেবনা !


মাটির প্রতি অনু বলবে
ওরা আছে চরিত্রে মিলে মিশে
ওদের অস্তিত্ব ছাড়া আমি কিছুইনা
ওদের গল্প বলতে হাজার রাত জাগতে পারি ;


জলকণা রামধনুর আকারে বলবে
ওরা আমার স্বচ্ছ অস্বচ্ছতায় মিশে আছে  
ওরা ঠিক করে আমাকে কোনদিকে বইতে হবে
ওদের গল্প শোনাতে আমার খুব ভাল লাগে শুনবে ?


আগুন শিখা স্বাহা বলবে
আমরা যেমন এক অপরের সাথী
ওদের দেখে আমরাও শিখেছি বাঁচার মন্ত্র
পুড়ে ছাই হলেও ফিনিক্স পাখির মত আবার বাঁচে !


বাতাস অনুভবে প্রকাশ করে
আমি কখনো ঝড় কখনো মলয়
ওরা এই অঙ্গহীন দেহের অনু পরমানুতে
ওদের অন্তহীন প্রেরণায় আগামীর শ্বাস আর প্রশ্বাস!


আকাশের এই শুন্যতা বলবে
ওরা আমার বিশাল শুন্যতার পূর্ণতা
ওদের কল্পনাতে আমি হয়ে গেছি বর্ণিল
ওদের রুপকথা গল্প মাটির কাছে বলি শুনে নিও !