লক্ষ্মীর ভাঁড়ে ভিক্ষা মেগে বড় কষ্টেতে দিন যায়
আজ গেল যেমন তেমন কাল কি হবে ভাবি তাই।
দিনে দিনে বেড়ে চলেছে ক্ষুদা হিংসা দখলদারি
চোরেদের উৎপাত নীরবে দেখি বিনা বাক্যব্যয়।


মায়ের বুক খালি মুখোশ বাঘের অত্যাচারে
মাটি এখন নিঃস্ব সর্বস্বান্ত নিত্য খনন করে ;
মানুষ আশার ছলনাতে মরচিকার স্বপ্ন দেখে
ওরা অনল'টুকু যায় রেখে, অমৃত ভোগ করে।


কথাতো ছিল পাশে থাকার কথা ছিল কথা রাখার
সবটাই ছিল গল্প কথা অলক্ষে ছিল মুচকি হাসি।
জেগে থাকা ঘুমে নয় বিপদ ঠেকাতে জাগতেই হবে
নইলে বিকিয়ে দেবে দেশ। নিজ ঘরে হবে পরবাসী।