তুই না থাকিলে নদে ঢেউ জাগেনা
তুই না থাকিলে হৃদে প্রাণ জাগেনা ।
তুই না হাসিলে গাছে ফুল ফোটেনা
তুই না আসিলে ভালবাসা জাগেনা ।


তোর চোখের কাজল নিয়ে রাত হয়েছে কালো
তাইতো চাঁদের আলো আজ লাগছে বড় ভালো
রাতের পর রাত জাগি চোখে ঘুম যে আসেনা ।


তোর্ চলার ছন্দে ছন্দে মাদল বাজে বুকের মাঝে
বুনো ফুলের গন্ধে গন্ধে মাতাল আমি সকাল সাঁঝে
চলার পথে চেয়ে থাকি এই দু চোখে পলক পড়েনা ।


আসাড়ে  এক মেঘ জমেছে তোর ঐ কালো খোলা চুলে
সবুজ মনের ক্ষেত আমার দখিন হাওয়ায় উঠছে দুলে
বৃষ্টি ভেজা অবুঝ নেশায় কেন হারিয়ে গেলাম না ।