এখনো জ্বলছে এখানে আগুন
অসুরেরা নাচে তাধিন তাধিন
জীবনতো ছিল স্বপ্নে রঙিন
হারিয়ে কোথায় গেল সেই দিন ।

হলনা যে তার সূর্য দেখা
স্বপ্ন ভেঙ্গে ছড়িয়ে গেছে
কেড়ে নিয়ে গেছে সব আলো
আজ দুচোখে আঁধারের কালো ।


ভুল করে ভাবি শেষ হত্যালীলা
তবু ও উলঙ্গ আসি ঝলসায়
মরণের পুজারী উল্লাসে মতে
মুঠো মুঠো ছাই উড়ায় দুহাতে ।


উজানি হাওয়ায় শান্তির বীজ
এসো পরি আজ যুদ্ধের সাজ
পোড়া ভিটেতে দোলে কিশলয়
জীবনতো হবে স্বপ্নে রঙিন
আসবেই ফিরে হারানো সে দিন ।


**************