আনন্দ নিকেতন


শম্পা রায়


নির্জন নিস্তব্দ নীরব কোন এক দুপুরে।
শুনিতে পাই তোমারই চরণ ধ্বনি।
সংসারেতে আলো আঁধারে
    হলো অনেক খেলা।
দ্বারে তুমি দাঁড়ায়ে প্রভু
আমার তরে এসেছো যে তুমি।
দাঁড়িয়ে কেন বোস না শিয়রে।
ভাবনার স্রোতে স্রোতে সেই যে আশা আকাঙ্খা
দুচোখ ভরে দেখবো তোমারে।
    তুমি যে আমার আরাধ্য দেবতা।
নিভৃতে নিরালাতে পেয়েছি তোমারে
চেয়ে আছি দুচোখ ভরে, দেখব শুধু তোমারে।
ফুল ফোটাবে তুমি হৃদয় মাঝারে।
কোন এক প্রভাতের শুভ ক্ষণে।
     সুখ দুঃখ ভুলবো সবই
     তোমারই আনন্দ নিকেতন।



***********************
ইনি আমার খুবই পরিচিত। ওনার ইছ্ছায় আমার পেজে প্রকাশ করলাম। ভুল ত্রুটি  ক্ষমা করবেন।