সবার সাথে বললে কথা আমার সাথে বললে না
সবার দিকে চাইলে তুমি আমার দিকে চাইলে না
কি যে আমার অপরাধ,
আমার কিছু বলার ছিল একটু তুমি শুনলে না ।


উত্সবের এক রাত ছিল আকাশ ভরা তারা ছিল
ফাগুন ফুলের আগুন ছিল জোনাক জ্বলা রাত ছিল
কেমন করে যাব যে সেই উত্সবে
দূর থেকে তাই দেখি, কাছে যাওয়া আর হলনা ।


রাত ফুরিয়ে প্রভাত হল পান পেয়ালা শুন্য হল
নিশীথ মালা বাসি হল, যে যার ঘরে ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম কি জানি কি ভেবে
কান্না ধোওয়া সে গান আমার শোনা হলনা ।