কিছু কথা সত্যি হলেও না বলাটাই ভালো
কিছু কথা সত্যি হলে বলে ফেলাই ভালো
কিছু কথা আঁধার পথে ভীষন রকম আলো
কিছু কথা বাড়ায় ব্যথা আকাশ যেন কালো
কিছু কথা আপন মনে নদী যেমন যায় চলে
কিছু কথা আঁধার রাতে  জোনাক হয়ে জ্বলে
কিছু কথা পাখীর ঠোটে মনকে উদাস করে
কিছু কথা ঘাসের বুকে মুক্তো হয়ে ঝরে
কিছু কথা সিগারেটে হৃদয় পুড়ে হচ্ছে ছাই
কিছু কথা মাকড়সা ফাঁদ শিকার পানে ধায়
কিছু কথা মেঘবালিকার নূপুর গেছে খোয়া
কিছু কথা বৃষ্টিধারায় সবুজ পাতা ধোওয়া
কিছু কথা কুন্তি মাতার হয়নি আজো বলা
কিছু কথা ফাগুন হাওয়ায় ঢোলকলমির দোলা
কিছু কথা নিঃশব্দে ভাঙছে নদীর উঁচু পাড়
কিছু কথা কাল নাগের নীল ছোবলে মরন হল যার
কিছু কথা শহর জুড়ে ছড়িয়ে থাকা আস্তাকুঁড়
কিছু কথা ঘুঘু ডাকা আলসে এক হলুদ দুপুর
কিছু কথা গোমড়া মুখে চলকে ওঠা হাসি
কিছু কথা থামতে চায় না ঝরছে রাশি রাশি
কিছু কথা সেতার বাজে ঝন ঝন ঝনত্কার
কিছু কথা সবার মুখে হয়না কেন চমত্কার ?


****************************