সেই দিনটা বুকের মাঝে মুক্তি খোঁজে অন্ধকারে
শিকল ভাঙার শব্দ যেন নূপূর  হয়ে বাজে দূরে ।
সোনার হরিণ পেতেছে ফাঁদ চোরাবালির ধূ ধূ চরে
তাই  সেই দিনটা হাতড়ে মরে মুক্তি খোঁজে অন্ধকারে।


স্বপ্ন চোর চুরি করে আকাশ ভরা সূর্য তারা
রাখে যত নিরব ব্যথা ক্লান্ত বাতাস  কুসুম ঝরা ।
তাই দিনের আলো হয়না উজল  হারায় যে পথ বারে বারে
কবে সেই দিনটা মুক্তি পাবে জ্বলবে আলো অন্ধকারে ।


হটাত প্রাণে জোয়ার লেগে সাগর বুকে উথলে ওঠে
ইচ্ছে গুলো ঝড় হয়ে আজ পারুল বনে আছড়ে পড়ে  ।


কৃষ্ণচূড়া আগুন ছড়ায় পুবের আকাশ লাল করে
আজ সেই দিনটা মুক্তি পেল জ্বলছে আলো অন্ধকারে  ।।