যে ছিল দাঁড়িয়ে স্বপ্ন হারিয়ে সে পেল প্রাণ তোমার ছোঁওয়ায়
লাগে যে দোল পত্রে পুস্পে তোমার দেওয়া পুবের হাওয়ায়।


আমার আকাশে স্বর্ণছটা তোমার আগুন জড়ো করে
গান জেগে ওঠে প্রান্তরের গুন গুন স্বর অন্তরে
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায় ।


হারানো সুরে বাঁশি যে বাজে কৃষ্ণচূড়ায় আগুন ছড়ায়
আকাশ ফুলের গন্ধ ভাসে আমার ছোট্ট আঙ্গিনায়
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায়।