শুধু একটা ফুল ফোটাবার জন্যে
পৃথিবী জুড়ে তার কত আয়োজন
সূর্য্য আলো ছড়িয়ে দেয়।


বসুন্ধরা তাঁকে রসদ যোগায়
মলয় ধীরে ধীরে ছড়ায়
পৃথিবী জুড়ে থরে থরে ফুল ফুটুক ।


শুধু একটা জীবনের জন্যে
কাশ্মীর থেকে কন্যা কুমারিকা  তোলপাড়
উথাল পাথাল সাগরের ঢেউ ।


জঙ্গল পাহাড়ে ঝড়ের তাণ্ডব
পলাশের রঙে রাঙে বরফ রাশি
হারানো প্রানের মূল্যে নতুন প্রাণ জাগে।


শুধু একটা নাটকের জন্যে
সময়ের দরজা খুলে কত গুলো বিবর্ণ মুখ
মানুষের ভিড়ে জায়গা করে নেয়


মঞ্চেতে  নয় সবুজ ঘাসের প্রাঙ্গনে
কালো পিচঢালা  রাস্তার মাঝখানে
শিখে নিতে, নাটক দেখাতে নয় ।