সাগর থেকে পাহাড় উঠুক জেগে
হাতে হাত বন্ধনে প্রাণে প্রাণ মিলনে
দিক থেকে দিকে আজ ছড়িয়ে পড়ুক
                          জীবনের জয়গান ।।


ঝরেছে রক্ত স্বপ্নের দিন আনতে
মরেছে সাথী সোনালী ফসল ফলাতে
তাই শপথ নিয়েছি প্রতিশোধ নিতে
                    এই মানব - বন্ধন।।


জ্বলছে বুকে দুরন্ত এক মশাল
ছড়িয়ে দেব'তা শহর নগর বন্দরে
সাগরের সব ঢেউ দেখ এক হয়ে
                       গিয়েছে মিলে ।


এসেছে সময় শত্রু শিবিরে হানি আঘাত
সয়ে সয়ে যাওয়া মৃত্যূর দিন শেষ
কালরাত্রি জানি যাবেই এবার ঘুচে
                     আসছে যে সকাল ।।