বড় অন্ধকার একটু আলো হলে ভালো হতো
বাড়িয়ে দিয়েছি হাত কেউ হাতটা একটু ধরবে ?
জানলাটা বন্ধ, দমটা আটকে আটকে আসছে,
কেউ কেউ কি একজন বন্ধ জানালা খুলে দেবে ?
কাছের মানুষ বলতে যাদের চিনতাম জানতাম
তারা একে একে কোথায় হারিয়ে গেছে ।
একটু জল একটু জল তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ
বুকের ভিতর প্রাণ পাখীটা ছটফট করছে  ।
ভাঙ্গা কাঁচের টুকরোয় রক্তের আল্পনা আঁকা
স্বপ্নগুলো বপনের আগেই কেমন নুইয়ে পড়েছে ।
কেও কি আছো? কাছে কিম্বা দুরে শুনতে পারছো?
আমি কেমন মোমের মত ক্রমশ গলতে থাকছি  ।
একটা নতুন স্বপ্ন , একটু আশার আলো আমায় দেবে ;
বাড়িয়ে দিয়েছি হাত কেউ হাতটা একটু ধরবে ?