এ হৃদয় যদি পাগল হ্য় হোকনা খ্যাপা ষাঁড়
বিপদ আসলে রুখে দেব ভয় করিনে আর ।


এ হৃদয় যদি পাগল হ্য় ঝোড়ো হাওয়া ঘূর্ণি যত
এলো চুলে  ওড়াও  আঁচল ঠিক নায়িকার মত ।


এ হৃদয় যদি পাগল হয়ে  হ্য় উন্মত্ত এক হস্তি
গোলাপ বনে অক্ষত গোলাপ  করবোনাতো  ক্ষতি ।


এ হৃদয় যদি পাগল হয়ে, হয় একটা উতাল নদী
হাত রাখলে আমার হাতে হবো পটে আঁকা শান্ত নদী ।