শুনুন শুনুন দেশবাসী শুনুন দিয়ে মন
পিঁয়াজের কয়েক কাহন করিব বর্ণন ।।
কাটলে পিঁয়াজ ঝরে জল চক্ষু নাসা দিয়া
তারেই খুঁজে খুঁজে মরে বিবির জন্য মিঁয়া  ।।  
গরম ভাতে পান্তা পাতে লংকা আর পিঁয়াজ
করে হরন রাবন রাজা পাইনে তাহা'রে আজ ।।
গিন্নি রাগিয়া কহেন ‘রাধিব'না বিনা পিঁয়াজে’
কর্তা কহেন‘ প্রিয়ে করো'না রান্না অন্তর ঝাঁঝে’ ।।
বুকেতে জ্বলছে চিতা কোথায় কোথায় পিঁয়াজ
পরিবার পিছু আধারকার্ডে তাহা মিলিবে আজ  ?
হায়রে কলি কিযে বলি, মনের কথা কাহারে বলি
মনের দুঃখে যাচ্ছি বনে শহর থেকে শহরতলি ।।