সেই  তো আমার মা সেই তো আমার মা
দুঃখ দিনে গভীর রাতে রাত জেগেছে মা
ঘুম পাড়াতে ঘুম পাড়ানি গান গেয়েছে মা
ফুটবে হাসি ছেলের মুখে উপোষ থাকে মা ।
সেই  তো আমার মা সেই তো আমার মা ।
মা বকেছে মা মেরেছে খুব যে অভিমান
মা মাথায় হাত রেখেছে জুড়ায় তখন প্রাণ
মা কেমন আগলে রাখে সামনে কাঁটার তার
মা বুঝি রাত কাবার হলে ফিরবে আবার ঘর ।
সেই তো আমার মা সেই তো আমার মা ।
মায়ের এখন অনেক বয়স সূর্যি গেছে পাটে
মায়ের চোখে এখন ছানি দেখতে পায়না মোটে
মায়ের এখন সিঁড়ির ঘর সাদা থান মলিন বসন
মায়ের এখন কাজ বেড়েছে তিন বেলা তার বাসন ।
সেই তো আমার মা সেই তো আমার মা ।