তোর ঘ্যান ঘ্যান প্যান প্যান গানে
         বড়ই  অসহ্য লাগে  দুই কানে ।
যদিও জানি ওটা তোর গান নয়
দ্রুত নড়া পাখনায় শব্দটা জন্মায় ।
  আতংক চোখে মুখে তোর কামড়েতে  
  মানুষের শংকা ভারী দিনে আর রাতে ।
    দুরু দুরু বক্ষে ভাবি এই বুঝি  জ্বর এলো।
    তোর হুল ফোটানোতে মালেরিয়া হলো ।
চাপরেতে মশা মারি জেগে  রাতভোর
ঘুম নেই দুই চোখে কি করেছি তোর্ ?
মশারির রমরমা কতই না রঙেতে
আরো আছে কতকিছু মশাদের ভাগাতে ।
থোরাই কেয়ার করিস বয়ে গেছে ভারী
খুশিতে যেন উপচাস বংশ বিস্তারী ।


রক্তের অভাবে জগতের মানুষের প্রাণ যায় যায়
খাদ্যের সঙ্কটে পড়বি'যে বিপদে, কে হবে সহায় ?
দিনকাল ভালো নয় কিছু কথা শুনে রাখ মনে
তাই বলি এবারেতে খেয়াল করিস জন্মনিয়ন্ত্রনে  ।