ডুবে গেল একটু একটু করে দিবসের দিনমণি
ফিরে গেল ঝাঁকে ঝাঁকে পাখী আপন বাসায় ।
বেজে গেল একে একে যত নিস্তব্ধের সব শব্দ
রয়ে গেল রাশি রাশি অপ্রাপ্তি নিঃসীম শুন্যতায় ।


ফুটে গেল টুপ টুপ রঙহীন যত ছিল বনফুল
নিয়ে গেল ঘুম ঘুম জাগানিয়া পরীদের দেশে ।
দিয়ে গেল টিপ টিপ জোনাকির আলো আর ছায়া
দেখা গেল ঝক ঝক কোজাগরী তারাদের পাশে ।


খুলে গেল ছন্দে ছন্দে মন জানালার বন্ধ পাল্লা
গেয়ে গেল সুরে সুরে সমবেত রাগ রাগিনীরা ।
ডেকে গেল দুরে দুরে অশ্রুত বাণীতে ‘কে জাগো’
ছেয়ে গেল প্রাণে প্রাণে মায়াবিনী যত স্বপ্নেরা ।