ভালবাসা কে ফিরিয়ে দিয়েছি
আলাদিনের প্রদীপ ঘষতেই,
সে আবার এসেছে...
বলছে আমাকে গ্রহণ করো কাছে রাখো
অন্তর সবুজ কর, চাও নাকি মরুভূমি ?
ফেরাতে পারলাম না...
আমি জেনে শুনে বিষ পান করলাম
সোমরস আকন্ঠ পান করেছি
রাত-জোত্স্নায় ভিজে বালিখেলাতে হারিয়েছি
মায়াবী অরণ্য ছায়ায় ছুটে গেছি
এবার নীল সাগরে ভাসলাম
লোনা জলের ছোঁয়াতে আরো লবনাক্ত
খেজুর কাঁটাতে রক্তাক্ত হয়ে আর্তনাদ করি
নিমেষে চাঁদ গলে গেল বাতাসে
অতৃপ্ত, ছুটতে থাকি যেন খ্যাপা কুকুর
ক্লান্ত হয়ে মাটিতে আশ্রয় নিলাম
হাত জোড় করে হাঁটু গেড়ে বলার চেষ্টা...
ভালবাসা যাও ফিরে যাও
শুনলাম ঠোঁটের কোনে বাঁকা হাসি...
শয়নে স্বপনে আমাকে আহবান করেছ
আর কখনোই বিসর্জন করতে পারবেনা