সাদা কাপড়ে মুড়ে রাস্তায় সারি সারি রাখা ।
নিস্তব্ধ, নিরব সুপ্ত ; ওরা কি প্রতিবাদ করছে!
নিস্পাপ শিশু-মুখে এখনো যন্ত্রনা লেগে আছে ,
আগামী পৃথ্বীর  কাছে একত্রে কি জবাব চাইছে?


একদিন তুমিও মায়ের কোলে নিরাপদ ছিলে
বাগানে প্রজাপতি ধরার সময় কত খুশি ছিলে
ঘুড়ির সুতো লাটাই থেকে অনবরত ছেড়েছিলে
'যা ঘুড়ি আকাশ ছুঁয়ে আয়' মনে মনে বলেছিলে ।


আকাশের গন্ধ, মায়ের কোল সব কেড়ে নিলে
মানুষের মত  মানুষ হবো আমাদেরও ইচ্ছা ছিল
ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম পৌঁছে গেছি মঙ্গলে
পৃথিবীকে সাজিয়ে চলেছি অতি যত্নে তিলে তিলে।


এত রক্ত দেখে তোমাদের বুকে শিহরন জাগেনি ?
কেন আমাদের চকিতে এমন মৃত্যু ছুঁড়ে দিলে?
তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল?
জন্মসুত্রে আমরা সবাই জাগতিক আত্ম্বীয় ভুলে গেছিলে?



১৮/১১/২০১৫